ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে কাশিপুর ইউনিয়ন পরিষদকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান : ছাত্র ফেডারেশনের

0
ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে কাশিপুর ইউনিয়ন পরিষদকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান :  ছাত্র ফেডারেশনের

প্রেসনিউজ২৪ডটকমঃ ০৮ সেপ্টেম্বর,২০২৫ বেলা ০৩:০০ ঘটিকায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব মো:আওলাদ হোসেন এর সাথে কাশিপুরের ডেঙ্গু নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয় আগামীকাল ০৯ সেপ্টেম্বর থেকে কাশিপুর ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে ফগার মেশিন ব্যবহার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক স্বপ্নীল শোভন,যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান, সদস্য আকিব হাসান এবং সদস্য আবু তালহা। আহ্বায়ক স্বপ্নীল শোভন বলেন,কাশিপুর ইউনিয়নে ডেঙ্গুর প্রাদুর্ভাব বর্তমানে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা নিতে আসা মানুষের চাপও বেড়েছে।

এই এলাকায় ঘনবসতি ও অপর্যাপ্ত পরিচ্ছন্নতা ব্যবস্থার কারণে প্রায় প্রতিটি পরিবারই ঝুঁকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে দুইজন স্কুল শিক্ষার্থীসহ কয়েকজন মানুষের মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।আমরা মনে করি, শুধু ফগার মেশিন ব্যবহারই যথেষ্ট নয়; পাশাপাশি জনগণকে সচেতন করতে হবে—বাড়ির আশপাশের জমে থাকা পানি অপসারণ, পুরনো টায়ার, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে যেন পানি না জমে, সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্বাস করে, জনসম্পৃক্ততা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here