ফুলবাড়ী ২৯ বিজিবি ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0
ফুলবাড়ী ২৯ বিজিবি ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়। রবিবার ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদর দপ্তরে সীমান্ত রক্ষা,অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা কর্তব্যপালন এবং অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের শত ব্যস্ততার মাঝেও অন্যান্য বছরের ন্যায় এ বছরও ৫ অক্টোবর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন অলংকৃত করেন রিজিয়ন কমান্ডার,রিজিয়ন সদর দপ্তর,রংপুর আরোও উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর, দিনাজপুর, অধিনায়ক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এবং অন্যান্য অফিসারবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবরে বনি জব্বার। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে ০২টি পর্বে সাজানো হয়।

১ম পর্ব গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপি/ক্যাম্পের মসজিদে ফজরের নামাজের পর মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় এবং ২য় পর্ব গতকাল রবিবার ০৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল সাড়ে ৯টায় অধিনায়কের বিশেষ দরবার,যোহরের নামাজের পর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা এবং প্রীতিভোজ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here