প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার গুরুতর অভিযোগের প্রতিবাদে রাজারহাটের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতার অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলার পুরাতন সোনালী ব্যাংক চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারী তৌহিদী জনতা অভিযুক্ত শিক্ষার্থীকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন শরীফ অবমাননা ও রসূল (সা.) কে কটূক্তির প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজারহাটের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন,এ ধরনের অত্যন্ত দুঃখজনক ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে হুঁশিয়ারি দেন অপরাধীকে যদি অতি দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে, ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর কাছে দোয়া ও মুনাজাতের মাধ্যমে চরম ক্ষোভ দ্রুত বিচারের দাবি জানান । বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করেন।





