মাদারীপুর-৩ বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে, আহত-১৫

0
মাদারীপুর-৩ বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে, আহত-১৫

প্রেসনিউজ২৪ডটকমঃ মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিম দুপুরে একটি শোডাউন নিয়ে কালকিনি উপজেলা চত্বরে প্রবেশ করেন। তার সঙ্গে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তিনি উপজেলা চত্বরে শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন সরকারি শহীদ মিনারের মঞ্চে বক্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করেন এবং পরে রেজাউল করিমকে তার কক্ষে নিয়ে যান। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও অপর মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান খোকন তালুকদারের অনুসারীদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার চাতক চাকমার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে চাতক চাকমা, কালকিনি থানার ওসি সোহেল রানা, এক সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here