ফুল বাড়িতে নানা উৎসব উদ্দীপনায় পালিত হলো মহানবমী

0
ফুল বাড়িতে নানা উৎসব উদ্দীপনায় পালিত হলো মহানবমী

প্রেসনিউজ২৪ডটকমঃ সারাদেশের নেয় দিনাজপুরের ফুলবাড়ীতেও নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল শারদীয় দুর্গাপূজার মহানবমী। উপজেলার ৬১ মন্ডপে এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হয় । ফুলবাড়ীর মন্ডপগুলোতে মহানবমীর বিহীত পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মায়ের পায়ে অঞ্জলি দিতে ছুটে আসেন পুণ্যার্থীরা ।

এদিনে দেবীর সন্তুষ্টি লাভের আশায় দেবীর আরাধনায় মগ্ন থাকেন মত্ত বাসি।এদিকে সরকারের পূর্ণ সহযোগিতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন ও জামাতে ইসলামীর নেতাকর্মীরাও প্রতিটি মণ্ডপে মন্ডপে দায়িত্ব পালন করে থাকেন। তাই নিশ্চিত নিরাপত্তায় মধ্যরাত পর্যন্ত চলে মহা নবমীর মহা উৎসব।

মন্ডপ গুলোর কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বললে তারা জানায় গত বছরের ন্যায় এবারও ভক্তদের ভিড় যেমন বেশি তেমনি তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও অনেক বেশি। রীতি অনুযায়ী গতকাল মহাদশমী হলেও মন্ডপ কমিটির সিদ্ধান্ত ে অনুযায়ী আজ হবে দেবীর বিসর্জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here