ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে দুর্গা পুজার মণ্ডপ পরিদর্শন 

0
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে দুর্গা পুজার মণ্ডপ পরিদর্শন 

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) শারদীয় দুর্গাপূজ উদযাপন উপলক্ষে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদর থেকে ২ কিলোমিটারের মধ্যে ৪ টি এবং সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ৫০টি পূজা মণ্ডপসহ মোট ৫৪টি পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা রক্ষার্থে মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

একই সাথে আজ ২৮ সেপ্টেম্বর  ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান,এসজিপি, রিজিয়ন কমান্ডার,রিজিয়ন সদর দপ্তর, রংপুর অত্র ব্যাটালিয়নের আওতাধীন দিনাজপুর সদর উপজেলার সংকরপুর ইউনিয়নস্থ মাড়গ্রাম পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা মণ্ডপের পুরোহিত, সভাপতি, সম্পাদক, দর্শনার্থী এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।রিজিয়ন সদর দপ্তর, রংপুর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান,এসজিপি বলেন, শারদীয় দূর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান।

এই উৎসবে সকল হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উৎযাপন করতে পারে সেই জন্যে বিজিবি সর্বদাবদ্ধ পরিকর। আমরা পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করেছি। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়াও তিনি আরও বলেন, আমি রংপুর রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার হিসেবে আমার অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্যমান পূজা মন্ডপগুলোতে পরিদর্শন করছি। উক্ত পরিদর্শনকালে দিনাজপুর সেক্টর কমান্ডার, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক এবং রিজিয়ন সদর দপ্তর, রংপুরের পরিচালক (অপারেশন) ও পরিচালক (লজিস্টিক) উপস্থিত ছিলেন।পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বারঅধিনায়ক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here