ফুলবাড়ীতে হজ্বের প্রাক-নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

0
হজ্বের প্রাক-নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৬ সালের হজ্বের প্রাক-নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেড এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় গড় ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন হল রুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেড এর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক তাজমুল রহমান নয়ন। অনুষ্ঠানে হজ্বের ও ওমরাহ এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন মুফতী তোফায়েল আহমদ, মুফতী নাজমুল বিন সিরাজ,মুফতী আবরারুল হক আল মাদানী।এ সময় স্থানীয় ওলামায়ে একরাম,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন হজ্ব একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, আমরা অনেকেই এই গুরুত্বপূর্ণ বিধান পালনে অবহেলা করি, যাদের উপর হজ ফরজ হয়েছে অবশ্যই তাদের উচিত হবে ফরজ হজ্ব আদায় করা। সভাপতির বক্তব্যে তাজমিরুর রহমান নয়ন জানান আল মদিনা ট্রাভেল এন্ড ট্রেড এর মাধ্যমে যারা হজ পালন করতে যাবে নিঃসন্দেহে তারা ভালোভাবে ভালো মুয়াল্লিম এর মাধ্যমে হজের কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here