সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সুনামগঞ্জ ইউনিট প্রধান আঃ মান্নান নির্বাচিত

0
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সুনামগঞ্জ ইউনিট প্রধান আঃ মান্নান নির্বাচিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের সুনামগঞ্জ অঞ্চলের ইউনিট প্রধান (গণমাধ্যম) নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ আঃ মান্নান। দায়িত্বশীল সাংবাদিকতা, ন্যায়-সত্যের প্রতি অবিচল অবস্থান এবং নির্যাতিত সংবাদকর্মীদের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদে মনোনীত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ অঞ্চলে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন মোঃ আঃ মান্নান। সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরি, ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীদের পাশে দাঁড়ানো এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ এক বিবৃতিতে আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে মোঃ আঃ মান্নান সাংবাদিক সমাজের কল্যাণে ও নির্যাতন প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে তাঁর এ অর্জনে সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, মোঃ আঃ মান্নান সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, এর আগে তিনি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য, বাংলাদেশ প্রেস ক্লাবের তাহিরপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এবং দৈনিক প্রতিদিনের কাগজ এর হাওর অঞ্চলের সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here