প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডের ৬টি পূজা মন্ডপে সাবেক এমপি গিয়াস উদ্দিনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তাদের উপহার বুজিয়ে দেন ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারা দেশের পূজা মন্ডপগুলিতে তার উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশনা স্বরূপ নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জের প্রতিটা মন্দিরে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এটা তারই ধারাবাহিকতা ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত্র আনুমানিক ৯ টা ৩০ মিনিট সময় সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের ৬টি পূজা মন্ডপে ২নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলস, চিত্তরঞ্জন আশ্চর্য বাড়ি, চিত্তরঞ্জন দাড়োয়ান লাইন, লক্ষীনারায়ন কটন মিলস, হাজারিবাগ উত্তর, হাজারিবাগ দক্ষিণ, মূজা মন্ডবের কমিটির কাছে বুজিয়ে দেন ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার ও ওয়ার্ড নেতৃবৃন্দরা।
উপহার সামগ্রী বিতরণকালে আনিস সিকদার বলেন, তারেক রহমান সবসময় সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করেন। এই উপহার তারই একটি অংশ। ৬টা পূজা মন্ডবের জন্য ৩০০ কেজি পোলাউর চাউল, ৬০ কেজি মুগডাল এ বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল। বিতরনের সময় উপস্থিত ছিলেন, ১০নংওয়ার্ডের সহ-সভাপতি মফিজল মিয়া, সাধারণ সম্পাদক জামাল প্রধান, সাংগঠনিক সম্পাদক মুক্তার ভুইয়া, প্রচার সম্পাদক জসিম মিয়া, অর্থসম্পদ আবদুল রাজ্জাক, সেচ্ছাসেবক সম্পাদক তাজুল ইসলাম, মামুন মিয়া, নজরুল ইসলাম, দেলোয়ার মিয়া, মফিজ মিয়া, আবদুল মতিনসহ আরো অনেকে।





