ফুলবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারকে মারধরের অভিযোগ 

0
ফুলবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারকে মারধরের অভিযোগ 

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের হরগবিন্দপুর গ্রামের সাজু ইসলামের স্ত্রী সীমা আক্তার ও তার পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন সীমা আক্তার।

ফুলবাড়ী থানায় সিমা আক্তারের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় একই গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক এর ছেলে মানিক, মৃত মেহের উদ্দিনের ছেলে গোলাম রব্বানী, মৃত গোলাম মোস্তফার ছেলে জাহানুর ইসলাম বাবু, মৃত মেহের উদ্দিনের ছেলে হায়দার আলী পূর্ব শত্রুতার জেরে সিমা আক্তার, ও তার স্বামী সাজু ইসলাম, তার শশুর আহমেদ হোসেন ও দেবর শান্ত কে অতর্কিতভাবে হামলা করে মারধর করে গুরুতর জখম করে। সিমা আক্তার অভিযোগে বলেন ২০১৭ সালে সাজু ইসলামের সহিত আমি বিবাহবন্ধনে আবদ্ধ হই, আমার বিবাহ বন্ধন পরিবারের সদস্যরা মেনে নেয়নি।

তখন থেকে তারা আমার এবং আমার স্বামীর উপর শত্রুতা করে আসছে, বিভিন্ন সময় আমার স্বামীকে হুমকি-ধুমকি দিয়ে আসছিল, গত ২৫ সেপ্টেম্বর আমি আমার বাবার বাড়িতে বেড়াতে গেলে ১ নং বিবাদী এসে আমার সহিত তর্কে লিপ্ত হয় গালাগালি করে এবং আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে পেটে লাথি মারে।এরইধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বিবাদীগণ আমার স্বামী ,শ্বশুর ও দেবরের উপর অতর্কিত হামলা করে তাদেরকে গুরুতর জখম করে।

এই সময় আমি চিৎকার চেঁচামেচি করিলে বিবাদীগণ সেখান থেকে সরে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে বিবাদীগণ আমাকে এবং আমার পরিবারকে হুমকি দিতে থাকে যে পরবর্তীতে সুযোগ পাইলে তোদের হাত পা কেটে নিব প্রাণে মেরে ফেলবো। এমতবস্থায় আমি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।

এদিকে বিবাদীগণের সঙ্গে যোগাযোগ করা হলে তারা উল্টো অভিযোগ করে বলেন যে সীমা ও তার শ্বশুরবাড়ি লোকেরাই তাদের উপর হামলা করে। অভিযোগের ব্যাপারে ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মহিব্বুলের সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযোগ হাতে পেয়েছি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here