ফুলবাড়ীতে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার করায় সংবাদ সম্মেলন 

0
সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার করায় সংবাদ সম্মেলন 

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শ্রী প্রদীপ চন্দ্র রায় এর বিরুদ্ধে একই এলাকার মৃত অনিল চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি শেফালী রানী মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন শ্রী প্রদীপ চন্দ্র রায়।

আজ সকাল ১১ টায় পাঠকপাড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদীপ কুমার বলেন শেফালী রানী দীর্ঘদিন যাবত এলাকায় অনৈতিক কার্যক্রম করে আসছিল,আমি তাকে বাধা প্রদান করায় সে আমার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে থানায় একটি অভিযোগ দায়ের করেছে যাহা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

সংবাদ সম্মেলনে প্রায় শতাধিক  স্থানীয় নারী পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানান শেফালী রানী দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে,বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে জরিমানা আদায় করেছে,তার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে,আমরা তার বিচার চাই।

এদিকে শেফালী রানীর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক একটার দিকে শ্রী প্রদীপ কুমার শেফালী রানীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক যৌন হয়রানি করে, অনৈতিকভাবে তার গায়ে হাত দেয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে।

প্রদীপ কুমার ও এলাকাবাসী জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য মূলক, সাবেক ইউপি সদস্যকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here