মতলব উত্তরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি নেতাকর্মীরা পাশে থাকবে : উজ্জ্বল ফরাজী

0
মতলব উত্তরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি নেতাকর্মীরা পাশে থাকবে : উজ্জ্বল ফরাজী

প্রেসনিউজ২৪ডটকমঃনিজস্ব সংবাদদাতা: মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী বলেছেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সংস্কৃতির এক অনন্য অংশ, যা সনাতনীদের মিলনমেলায় পরিণত হয়েছে।উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপির সব স্তরের নেতাকর্মী হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।মোঃ উজ্জ্বল ফরাজী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুর্গাপূজা উপলক্ষে পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, থানা পর্যায়ে বিএনপির স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। যারা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে কাজ করবে।

কোনো রকম সমস্যা যাতে না হয়, সেজন্য মনিটরিং টিমও গঠন করা হবে। বিএনপি দৃঢ়ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে দাঁড়িয়েছে। গত বছর যেভাবে শান্তিপূর্ণ পূজা উদযাপিত হয়েছে, এই বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here