মতলব উত্তরে পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন : ড. জালাল উদ্দিন

0
মতলব উত্তরে পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন : ড. জালাল উদ্দিন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ধর্ম বর্ণ ভেদাভেদের উর্ধে থেকে আমরা সবাই মানুষ হয়ে একে অপরের সাথে একসঙ্গে বাঁচতে চাই। যেখানে থাকবে না কোন বাধা বিপত্তি। থাকবে শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন।

রবিবার বিকালে মতলব উত্তর উপজেলার গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ড. জালাল উদ্দিন আরও বলেন, যে যেই ধর্মের লোক হোক না কেন। আমরা সবাই মানুষ।

একে অপরের প্রয়োজনে পাশে দাঁড়াবো৷ যার ধর্ম সে সে পালন করবো তবে আনন্দ সবাই ভাগ করবো। তিনি বলেন, এবারে দুর্গাপুজা শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হবে। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে সকল নেতাকর্মীরা পূজা উদযাপনে সহযোগিতা করবেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ৬৮ টি পূজামন্ডপে ১০ হাজার টাকা করে সহায়তা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী সনজিৎ সেন।

বলরাম গোস্বামীর সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জি. সফিকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফেজ মুন্সি, হিন্দু সম্প্রদায়ের গণেশ ভৌমিক, স্নেহলতা প্রমুখ। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here