প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা শনিবার বিকালে মহেশপুরের কাকিলাদাড়ী নামক স্থানে কালিগঞ্জ-জীবননগর গামি যাত্রীবাহী বাস (হাজি ডিলাক্স) তল্লাসী করে ৪টি স্বর্নের বার সহ সৌরভ বিশ্বাস (২৫) ও রণজিৎ বিশ্বাসকে (২৫) আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল রফিকুল আলম শনিবার রাত ৯ টায় প্রেস ব্রিফিং করে
সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা কাকিলাদাড়ী নামক স্থানে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা জীবননগর গামি একটি যাত্রীবাহী বাস (হাজি ডিলাক্স) তল্লাসী করে ৪টি স্বর্নের বার সহ ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার খৈদ্দরায়গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে সৌরভ বিশ্বাস ও কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাসকে আটক করা হয়।
৪ টি স্বর্নের বারের ওজন ২ কেজি ৩৩১.৭৯ গ্রাম। যার আনুমানিক মুল্য ৩ কোটি ৭১ লাখ ২০ হাজার ৭৭৬ টাকা। রাতেই স্বর্নের ৪টি বার ঝিনাইদহ সরকারী ট্রেজারীতে জামা দেওয়া হয়েছে ও আটক কৃত দু’ স্বর্ন চোরাকারবারীকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে বলেও জানান মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল রফিকুল আলম ।





