আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ’র উদ্যোগে সুনামগঞ্জে শতাধিক নারী-পূরুষের মাঝে বস্ত্র বিতরণ

0
আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ’র উদ্যোগে সুনামগঞ্জে শতাধিক নারী-পূরুষের মাঝে বস্ত্র বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ সুনামগঞ্জ প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শতাধিক নারী-পূরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি,শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের আয়োজনে শহরের পশ্চিম নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের নারী পূরুষের মাঝে দূর্গোৎসব উপলক্ষে উপহার স্বরুপ এই বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত,সাধারন সম্পাদক কিরণ রায় বাপন,কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়,সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল দে,সুদিপ পাল,গৌরব দত্ত,বিনয় রায়,সৌরভ সরকার, দিব্যরায়,মহিলা সদস্য সনি রায়,নিশা চন্দ,লিপি রায়,মাধবী তালুকদার প্রমুখ।

আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত বলেছেন,বছরের এই সময়টাতে দূর্গাপূজাকে ঘিরে সবার মনে আনন্দ বিরাজ করে তাই আমাদের এই সংগঠনের নেৃতবৃন্দরা প্রতিবছরের ন্যায় এবারো সাধ্যমতো আমাদের সমাজের নারীপূরুষদের মাঝে পূজোর উপহার স্বরুপ এই বস্ত্র বিতরণ করা।

তিনি আরো বলেন,বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শন। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির বন্ধন রয়েছে তা অনন্য এবং আগামী প্রজন্মের ছেলেমেয়েরা সেই সম্প্রীতির বন্ধন অটুট রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here