প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৪ নারীকে আটক করেছে। বিজিবি সুত্রে জানাগেছে, শুক্রবার রাতে ৪ নারী ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা সীমান্তের মাঠের
মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, চোরাই পথে ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা ৪ নারীকে আটক করে। পরে তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।





