প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: কৃষি জমিতে বিভিন্ন সময় পোকামাকড়ের আক্রমণ ঘটে, সেই পোকামাকড় কে সঠিকভাবে নির্ণয় করে ওষুধ প্রয়োগ করানো হলে ক্ষতিগ্রস্ত হয় ধানক্ষেত,পোকার নির্ণয় করতে কৃষি অফিসের উদ্যোগে গতকাল সন্ধ্যায় উপজেলা গেট সংলগ্ন গোল চত্বরে স্থানীয় কৃষকদের নিয়ে আলোক ফাঁদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শাহানুর রহমানকৃষি সম্পসারণ অফিসার সঞ্চিতা রায়,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতিকুল ইসলাম পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি অফিসার শারমিন আক্তার।
বক্তব্য উপজেলা কৃষি কর্মকর্তা জানান ফুলবাড়ীতে ১৮ হাজার ১ শত ৪৮ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। কৃষকদের সব ধরনের সহযোগিতা করতে কৃষি অফিস সব সময় প্রস্তুত রয়েছে, আমাদের মাঠকর্মীরা মাঠে গিয়ে কিশোরদেরকে সু পরামর্শ দিচ্ছে, কৃষি জমিতে যেন পোকার আক্রমণ না ঘটে সে বিষয়ে কৃষি অফিস সর্বদা কৃষকদের সুপরামর্শ দিয়ে আসছে।
আমরা চাই ফুলবাড়ী উপজেলাতে কৃষকরা ভালো ফসল উৎপাদন করে দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনুক।





