ফুলবাড়িতে ১০০ লিটার চোলাই মদ সহ মাদক কারবারি আটক

0
ফুলবাড়িতে ১০০ লিটার চোলাই মদ সহ মাদক কারবারি আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুরের ফুলবাড়িতে ১০০ লিটার চোলাই মদ সহ নেপাল হাসদা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গতকাল রাতে ফুলবাড়ী থানা ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল এর নির্দেশে পুলিশের একটি চৌকস টিম উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করলে সেখানে নেপাল হাসদার নিজ বাড়ি থেকে ১০০ লিটার চোলাই মদ সহ তাকে গ্রেফতার করেন।

পরের তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ জানান, ফুলবাড়ীতে মাদকের শিকড় উপড়ে ফেলবতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। তিনি মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here