প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা পূজা। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও আসন্ন শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে সরব রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
উৎসব শুরুর আগেই প্রতিটি মন্দির ও মন্ডপ পরিদর্শনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী ও মধ্যপাড়া সেনা ক্যাম্পের অধিনায়ক মো. আরমান এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল পৌর শহর ও উপজেলার বিভিন্ন মন্দির ও মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ক্যাম্পের ক্যাপ্টেন মাহিন, ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, সদস্য সচিব রতন চক্রবর্তী, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ প্রমুখ। এসময় পৌর এলাকার শিব মন্দির, কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির, ফ্রেন্ডস ক্লাব মন্ডপ সহ কয়েকটি মন্দির ও মন্ডপ পরিদর্শন করা হয়।
উল্লেখ্য, ফুলবাড়ীতে এবার ৬৩টি মন্দির ও মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু ফুলবাড়ী একটি শান্তি প্রিয় এলাকা তাই বিগত দিনের মতই সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে আশা করছেন সমাজ সচেতন ব্যক্তিরা।





