প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা:চাঁদপুর জেলার ফুটবলের মহরণ ডিসি গোল্ডকাপের পর্দা উঠছে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে। এই টুর্ণামেন্টে জেলার ৮ উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করবে।আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় নিজেদের সর্বশক্তি নিয়ে চাঁদপুর জেলা স্টেডিয়ামে কচুয়া উপজেলার বিরুদ্ধে মাঠে নামবে মতলব উত্তর উপজেলা দল।
এ উপলক্ষে রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতলব উত্তর একাদশের জার্সি উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। এসময় উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আব্দুল মান্নান, ছেংগারচর পৌরস্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ক্রীড়া সংগঠক মো. রাজিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল হক ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাকিল খাঁন, স্বেচ্ছাসেবকদল নেতা ইবনাল শাহিন আহম্মেদ শিপন, মো. নুরনবী, উপজেলা দলের টিম অফিশিয়াল ও খেলোয়াড়বৃন্দ।
পরে দলের কোচ, সিনিয়র খেলোয়াড় ও টিম অফিশিয়াল নিয়ে জার্সি উন্মোচন করা হয়।জার্সি উন্মোচনের সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউ মাহমুদা কুলসুম মনি বলেন, জার্সি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের জন্য দলের পরিচিতি তৈরি হলো। আশা করছি, ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়রা তাদের খেলোয়ার সুলভ আচরণ দেখাবে। মতলব উত্তর উপজেলার ফুটবল খেলোয়াড়রা তাদের অতীতের গৌরব ধরে রাখবে।
উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সর্বশেষ ২০২৩ সালে ২০তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। দুই বছর বন্ধ থাকার পর আবার আয়োজন করা হলো ২১তম ফুটবল টুর্নামেন্ট।





