গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত শীর্ষ নৌডাকাত ফিশা রাসেল গ্রেপ্তার

0
গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত শীর্ষ নৌডাকাত ফিশা রাসেল গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌডাকাত রাসেল ওরফে ফিশা রাসেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি টোলপ্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চাষিচর গ্রামের শহীদ উল্লাহ সরকারের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা,মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় ১টি হত্যা, ১১টি ডাকাতি মামলাসহ মোট ১৬টি মামলা রয়েছে।র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‍্যাব) শুক্রবার (১৯ সেপ্টম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব-১১, সিপিএসসি কোম্পাসহ কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, গত ২৫ আগস্ট বিকেল ৫টায় গজারিয়ার গুয়াগাছিয়া অস্থায়ী ক্যাম্পে নয়ন-পিয়াস ও রাসেলের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন ডাকাত সদস্য ৪/৫ টি ট্রলার যোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং চর্তুদিক থেকে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

পুলিশের বাধার মুখে ডাকাত সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল, নৌযানে চাঁদাবাজি করে আসছে নয়ন, পিয়াস ও রাসেল বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, এ ঘটনার সঙ্গে জড়িত এখন পর্যন্ত ৮ শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here