প্রেসনিউজ২৪ডটকমঃ আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫(বুধবার) বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা দিবস উপলক্ষে বেলা ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতৃত্ব সহ সকল শাখার নেতা-কর্মীরা।
সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, ৬২’তে শিক্ষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ যতদিন না পূরন হবে ততদিন আমাদের লড়াই চলবে। মোস্তফা,বাবুল,ওয়াজিউল্লাহ্দের ত্যাগের কারণ শিক্ষাকে বৈষম্যমুক্ত করা,বাণিজ্যিকীকরণ বন্ধন করা। সে ত্যাগের সুফল আমরা এখনো পাইনি। সকলের জন্য শিক্ষা নিশ্চিত এবং শিক্ষা কমিশন গঠন করতে হবে। আমরা এ লড়াইয়ে প্রতিজ্ঞাবদ্ধ।পরবর্তীতে বেলা ১১:৩০ টায় ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় জেলা কার্যালয়ে শিক্ষা দিবস উপলক্ষে পাঠচক্র আয়োজিত হয়।
পাঠচক্রে বিশেষ আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাবেক সভাপতি আবু রায়হান খান। পাঠচক্রে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতৃত্ব ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।বিশেষ আলোচক ছাত্রনেতা আবু রায়হান খান বলেন, ৬২’ এর শিক্ষা আন্দোলন এর যারা শহীদ হয়েছেন তারা শুধু ৬২’ এর শরিফ কমিশন এর পতন ঘটায়নি বরং ওই আন্দোলনের মাধ্যমে ৬৬’ এর ৬ দফা, ৬৯’,৭০’ পরিশেষে ৭১’এর মহান মুক্তিযুদ্ধ ঘটে।
আমরা যতদিন তাদের এই ত্যাগকে সফল না করতে পারবো ততদিন আমাদের লড়াই করে যেতে হবে। সভাপতি ফারহানা মানিক মুনা বলেন,আমরা যদি সত্যিকারের পরিবর্তন চাই তাহলে প্রত্যেকটি ত্যাগের প্রতিফলন দিতে হবে তাদের আকাঙ্ক্ষা আমাদের শুধু ধারণ নয় বরং পূরণ করতে হবে। শিক্ষার অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।





