মতলব উত্তরে সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে: অ্যাড. মো. বোরহান উদ্দিন

0
চাঁদপুর মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. মো. বোরহান উদ্দিন।

প্রেসনিউজ২৪ডটকমঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চীফ প্রসিকিউটর বাংলাদেশ বডার গার্ড  আলহাজ অ্যাড. মো. বোরহান উদ্দিন বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের মাধ্যমে কলেজে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

তোমাদের স্বপ্ন পূরণ ও সফল মানুষ হয়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও আদর্শকে ধারণ করতে হবে। শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়,বরং নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। সোমবার(১৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  শহীদ জিয়া গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট ও শহীদ জিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা একে এম মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ শুক্কুর পাটোয়ারীসহ কলেজে শিক্ষাক, শিক্ষার্থী ও অভিভাবকবন্দ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here