না’গঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

0
না’গঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক নিজেই রক্তদান করে এ মহৎ উদ্যোগের সূচনা করেন। দিনব্যাপী আয়োজনে রক্তদান এবং ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়, যেখানে বিভিন্ন বয়সের সুস্থ ও স্বাস্থ্যবান মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “রক্তদান মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত।

যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে, তারাই উপলব্ধি করতে পারবে রক্তদানের প্রকৃত তৃপ্তি। রক্তদান করলে শরীর দুর্বল হয় না; বরং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীর সতেজ থাকে।”* তিনি সকল সুস্থ ও সবল মানুষকে নিয়মিত রক্তদানের মাধ্যমে মানবিক এই উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here