মহেশপুরে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ,ধর্ষক আটক

0
মহেশপুরে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ,ধর্ষক আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষক রাকিবকে (১৯) আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার বিকালে মহেশপুর উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, বিকালে বন্ধুদের সাথে খেলা করছিল এই শিশুটি।

এ সময় ওই গ্রামের বাবু হোসেনের ছেলে রাকিব শিশুটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার পরিবারকে জানায়। তার পরনের প্যান্ট রক্তে ভিজে ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঝিনাইদহ রেফার করা হয়।

এ ঘটনায় ধর্ষক রাকিবকে রাতেই আটক করেছে পুলিশ।স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনা শুনে দ্রত ঘটনা স্থলে ছুটে যাই। এবং শিশুটিকে চিকিৎসার জন্য কোটচাঁদপুর হাসপাতালে পাঠাই। এছাড়াও স্থানীয় লোকজনের মাধ্যমে ধর্ষককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক রাকিবকে আটক করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here