প্রেসনিউজ২৪ডটকমঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে বিপুল পরিমাণ টাপেন্ডাটল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নূরপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে মোশারফ হোসেন।
পুলিশ জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ হাইস্কুলের সামনে থেকে মোশারফকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ভারতীয় টাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়। সূত্র জানায়, মোশারফ নিয়মিত ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ রুটে টাপেন্ডাটল সরবরাহ করত।
আজকেও টাপেন্ডাটল সরবরাহের জন্য সে ভ্যানে করে দেবীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। অভিযানে দেবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ, এএসআই শফিকুল ইসলাম ও এএসআই নূর আলম অংশ নেন। দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) সোয়েল রানা বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





