মতলব উত্তরে উপজেলা বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
মতলব উত্তরে উপজেলা বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সাহেব বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু’র সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. আজহারুল হক মুকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী, ছাত্র বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ সোহেল, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন সেলিম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের খান এবং জুলাই আন্দোলনে নিহত শহিদ পারভেজের বাবা সবুজ বেপারী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক পারভেজ আলম পাবেল,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আল-আমীন বাঘ প্রমুখ।

সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মদ খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছে। আজকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের দমন-পীড়ন, গ্রেপ্তার-হামলা-নির্যাতন আমাদের আন্দোলন থামাতে পারবে না। সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, আজ বিএনপি ৪৭ বছরে পদার্পণ করেছে।

এ দীর্ঘ সময়ে দলটি দেশ ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে। শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আলোচনা সভায় বক্তারা বিএনপির সংগ্রামী ইতিহাস তুলে ধরে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের অটল থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here