প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে মোস্তাক (৪৫) নামে এক নাপিতকে কুপিয়ে গুরুতর
আহত করেছে মাদক ব্যবসায়ীরা। মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় মঙ্গলবার দিবাগত রাতে আদমজীনগর জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৩ জনকে এহাজার নামীয় ও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে আহতের ছোট ভাই ফয়সাল বাদী হয়ে বুধবার(৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।আহত মোস্তাক আদমজী সুমিলপাড়া বিহারী কলোনির মোস্তাকিমের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তার বড় ভাই রমজান।
এজাহার সূত্রে জানা গেছে, আদমজী বিহারী কলোনি এলাকায় যুবলীগকর্মী নাহিদের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চলছে। মাদকসহ নাহিদকে র্যাব ও পুলিশ একাধিকবার গ্রেপ্তার করেছে। দেশের পটপরিবর্তনের পর নাহিদ কিছুদিন এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। সম্প্রতি এলাকায় ফিরে এসে তার বাহিনীকে একত্র করে ফের মাদক ব্যবসা শুরু করে। তাদের কথামত মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় মোস্তাকের উপর বর্বর হামলা করা হয়েছে।
এঘটনায় আদমজী সুমিলপাড়া পাম্প হাউজ এলাকার মেজর আলীর ছেলে বাবলাকে (৩৬) প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, আদমজী নতুন বাজার এলাকার মজিবুর রহমানের ছেলে নাহিদ(৩৫), রাব্বি (২০), মিজান (২৫), বিহারি কলোনি ছোট মসজিদ স্কুলের পাশের কোরবান আলীর ছেলে আরমান(৩৭), ৩ নং বালুর মাঠ এলাকার জলিলের ছেলে ওকিল(৪২), ওকিলের ছেলে আকাশ (২০), বন্দরের ইস্পাহানি এলাকার বিল্লাল (২৮), আদমজী নতুন বাজার এলাকার তুষার(৩৫), সোলেমান (২৭), সজিব(২২), হৃদয় (২৩) ও জয় (২২)। তাদের মধ্যে এজাহার নামীয় আসামি সোলেমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত মোস্তাকের বড় ভাই রমজান বলেন, আমার ভাই মোস্তাক বিভিন্ন জনের সেলুনে নাপিতের কাজ করেন। নাহিদ ও তার লোকজন এসব চুল কাটা বাদ দিয়ে তাদের সঙ্গে মাদক বিক্রি করতে বলে। আমার ভাইরাজি না হওয়ায় তার উপর হামলা করে অমানবিকভাবে মারধার ও চাপাতি দিয়ে কুপিয়েছে। এদিকে হামলার ঘটনায় মামলা ও সোলেমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই নাহিদ ও তার সহযোগীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। সোলেমান নামে একজন আসামিকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।





