প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর উপজেলার ইসলামিয়া মার্কেট নতুন বাজারে অবৈধভাবে মেলা আয়োজন করায় অর্থদণ্ড প্রদান করা হয় এবং মেলা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রহমত উল্লাহ।
বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার ইসলামিয়া মার্কেট নতুন বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে মেলা আয়োজন করায় অর্থদণ্ড প্রদান করা হয়। মেলা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রহমত উল্লা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমতি ব্যাতিরেকে অবৈধ ভাবে মেলা আয়োজন করে গণ উপদ্রব সৃষ্টি করার অপরাধে ২ জন আয়োজককে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। মেলার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং অনুমতি ব্যাতিরেকে মেলার কার্যক্রম চালু না করার নির্দেশনা প্রদান করা হয়।





