মহেশপুরে চৌগাছাকে হারিয়ে বৌচিতলা ফাইনালে

0
মহেশপুরে চৌগাছাকে হারিয়ে বৌচিতলা ফাইনালে

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে তন্ময় স্পোটিং ক্লাবের উদ্যোগে নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট। ফুটবল টুর্নামেন্টে মহেশপুর,কোটচাঁদপুর,জীবননগর,চৌগাছাসহ দেশের বিভিন্ন এলাকার খেলোয়াররা এ খেলাই
অংশো গ্রহন করে আসছেন।

গতকাল সোমবার বিকালে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টে চৌগাছা বনাম বৌচিতলার মধ্যে সেকেন্টফাইনাল খেলা। খেলাই বৌচিতলা ৩-২ গোলে চৌগাছাকে হারিয়ে ফাইনালে স্থান করে নিয়েছে।

বৃহস্পতিবার বিকালে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বৌচিতলা বনাম খালিশপুরের মধ্যে ফাইনাল খেলা। খেলাই ঢাকা,খুলনা ও যশোরের ফুটবল খেলোয়াররা অংশো গ্রহন করবেন বলে জানান তন্ময় স্পোটিং ক্লাবের পরিচালক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here