ফুলবাড়ীতে আবাসিক ‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত ক‌পো‌তি আটক

0
ফুলবাড়ীতে আবাসিক ‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত ক‌পো‌তি আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি, ফুলবাড়ী (‌দিনাজপুর) দিনাজপু‌রের ফুলবাড়ী পৌর শহ‌রের সামসু‌দ্দিন টাওয়ারে অব‌স্থিত টাইম স্টার আবা‌সিক হো‌টে‌লে হুমায়ুন ক‌বির (২২) ও এক ক‌লেজ ছাত্রী‌কে আটক ক‌রে‌ পু‌লি‌শে দি‌য়ে‌ছে স্থানীয়রা।

ত‌বে রা‌তে দুই পরিবারের সম‌ঝোতায় মুচ‌লেকা নি‌য়ে ছে‌ড়ে দি‌য়ে‌ছে থানা পু‌লিশ। এ‌তে স্থানীয়‌দের মা‌ঝে মিশ্র প্র‌তি‌ক্রিয়া সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। জানা যায়, গত রোববার বি‌কে‌লে দিনাজপুর-গো‌বিন্দগঞ্জ আঞ্চ‌লিক মহাসড়‌কের  ফুলবাড়ী পৌর শহ‌রের হাশ‌মি পাড়া সংলগ্ন  সামসু‌দ্দিন টাওয়া‌রের চার তলায় ৫০৬ নং কক্ষে অ‌নৈ‌তিক কা‌জের সময় দুজন‌কে আটক ক‌রে পু‌লি‌শে দেয় স্থানীয়রা।

আটককৃতরা হ‌লেন পার্বতীপুর উপ‌জেলার আনন্দবাজার এলাকার লক্ষ্মী হো‌সেনপুর গ্রা‌মের হা‌শেম আলীর ছে‌লে হুমায়ুন ক‌বির,ও কলেজ পড়বা এক শিক্ষার্থী। অবৈধভাবে হোটেল ব্যবসা পরিচালনা করা শামসুদ্দীনকে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি কেন এমন প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here