প্রেসনিউজ২৪ডটকমঃ সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা সরকারি কলেজে নতুন দ্বিতীয় গেট এবং সাইকেল শেড উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বেলা ১২টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আল মুস্তানসীর বিল্লাহ।
এছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম বলেন, দ্বিতীয় গেট কলেজের নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধি করবে, আর আধুনিক সাইকেল শেড শিক্ষার্থীদের সাইকেল রাখার জন্য নিরাপদ স্থান সরবরাহ করবে। ফিতা কেটে এবং সাইকেল শেডে প্রথম সাইকেল রেখে আনুষ্ঠানিকভাবে এর ব্যবহার শুরু করা হয়।





