মহেশপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে,তিন ক্লিনিকে জরিমানা ও সিলগালা

0
মহেশপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে,তিন ক্লিনিকে জরিমানা ও সিলগালা

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ দীর্ঘদিন ধরে ঝিনাইদহের মহেশপুরে গড়ে ওঠা যে সকল প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে সেবার মান নিয়ে নানা অভিযোগ ছিল স্থানীয়দের। সেই সকল প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ
আদালত।

ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একটি প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, রুবেল খান, পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানকালে মহেশপুর শহরের সালেহা ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ হাজার টাকা,গ্রিন ল্যাব মেডিকেল সার্ভিসেস হাসপাতালকে ৫ হাজার টাকা এবং মহেশপুর প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মহেশপুর প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান ও নিয়মকানুন নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য ও রোগীদের নিরাপত্তার স্বার্থে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here