প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় ইটের আঘাতে আহত হয়েছেন দুই সাংবাদিক। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— দৈনিক বাংলাদেশ প্রতিদিন–এর সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় (২৫) এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কম–এর জিএম মজিবুর রহমান (৪০)। সহকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।সাক্ষী সাংবাদিক সুব্রত জানান, সন্ধ্যা ৭টার দিকে জাপা কার্যালয়ের সামনে মিছিল থেকে ইট নিক্ষেপ করা হয়। এতে দুই সাংবাদিক আহত হন। পরে তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুজন সাংবাদিক মাথায় আঘাত পেয়েছেন এবং জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।





