নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ সমাবেশ

0
নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ সমাবেশ

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার দুই শতাধিক নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টার দিকে মহেশপুর কলেজ বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবু সাঈদ চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মহেশপুর উপজেলা সভাপতি সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক অন্তর রহমান, জেলা যুব অধিকারের সাধারণ সম্পাদক আল সোয়াইব মেরাজ, ছাত্র গণঅধিকার পরিষদের মহেশপুর উপজেলা সভাপতি শামীম আহাম্মেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য যারা আন্দোলন করেছেন তাদের উপর বারবার দমননীতি চালাচ্ছে। নুরুল হক নুরসহ নেতা কর্মীদের উপর বর্বরোচিত হামলা দেশের রাজনৈতিক অঙ্গনে এক কালো অধ্যায়। বক্তারা আরো বলেন, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান এবং জাতীয় স্বার্খ ও গণতন্ত্র রক্ষার আন্দোলন আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here