অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৮ বাংলাদেশি আটক

0
অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৮ বাংলাদেশি আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা। শনিবার বিকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীন শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে যাওয়ার সময় ৮জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ ও ৩জন শিশু রয়েছেন। আটক কৃতরা নোয়াখালী ও যশোর জেলার  বাসিন্দা। আটককৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে বলে জানান বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, আটককৃতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here