মহেশপুরে পাওয়ার টিলার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

0
মহেশপুরে পাওয়ার টিলার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে পাওয়ার টিলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অরণ্য (১৯) নামে এককলেজ ছাত্র নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রী কলেজের পাশে এদুর্ঘটনাটি ঘটেছে। নিহত অরণ্য তালসার গ্রামের আজগর আলীর ছেলে ও পদ্মপুকুর সরকারিডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন অরণ্য। পথিমধ্যে পদ্মপুকুরসরকারি ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারেরসঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে যশোর জেনারেলহাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সকালে অরন্য মোটরসাইকেল নিয়ে কলেজ যাওয়ার পথে এ্যাকসিডেন্ট করে । প্রথমে মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here