মহেশপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

0
মহেশপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভাবদিয়া-গাড়াপোতা গ্রামের শাহরিয়ার হোসেন (২৩) নামের এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে ভাবদিয়া-গাড়াপোতা গ্রামে।

সাপের কামড়ে নিহত শাহরিয়ার হোসেন ভাবদিয়া-গাড়াপোতা গ্রামের আমিনুর রহমানের ছেলে। এলাকাবাসী জানান, সোমবার রাতে শাহরিয়ার হোসেন কয়েক জন বন্ধুর সাথে গ্রামের পাশের বিলে মাছ ধরতে যায়। মাছ ধরে বাড়ী ফেরার সময় তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করেই কাজ না হওয়ায় তাকে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে।

সেখানে তাকে কয়েকটি  ইনজেকসান দেওয়া হয়। তাতেও কোন কাজ না হওয়ায় শাহরিয়ার হোসেনকে পরে নেওয়া হয় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহরিয়ার হোসেনের মৃত্যু হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান জানান, খবরটি শোনার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। যেহেতু সাপের কামড়ে মৃত্যু তাই শাল দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here