সিদ্ধিরগঞ্জে আগুনে দুই পরিবারের অন্তত ৯ জন দগ্ধ

0
সিদ্ধিরগঞ্জে আগুনে দুই পরিবারের অন্তত ৯ জন দগ্ধ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরের ভেতরে আগুনে দুই পরিবারের অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (২৩ আগস্ট) ভোররাত সাড়ে তিনটার দিকে পাইনাদী পূর্বপাড়া এলাকার একটি টিনসেড বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান আদমজী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মীরন মিয়া।

তিনি বলেন, খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুʼটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভায়। এ ঘটনায় দগ্ধদের আগেই হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।প্রাথমিক তদন্তের বরাতে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “টিনসেডের একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেফ্রিজেটরের কম্প্রেসার বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়লে দুই ঘরে থাকা লোকজন দগ্ধ হন।

দগ্ধরা হলেন: পটুয়াখালীর বাউফলের আসমা বেগম (৩৫), তার স্বামী তানজিল ইসলাম (৪০), তাদের মেয়ে তিশা (১৭) ও ছেলে আরাফাত (১৫), আসমার বোন সালমা বেগম (৩২), তার স্বামী হাসান (৪০), মেয়ে মুনতাহা (৮), জান্নাত (৪) ও ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন।আহতদের মধ্যে আসমা শরীরের ৪৮ শতাংশ, তিশা ৫৩ শতাংশ, আরাফাত ১৫ শতাংশ, হাসান ৪৪ শতাংশ, জান্নাত ৪০ শতাংশ, ইমাম উদ্দিন ৩০ শতাংশ, সালমা বেগম ৪৮ শতাংশ, মুনতাহা ৩৭ শতাংশ দগ্ধ নিয়ে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

অপর দগ্ধ তানজিল স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।প্রতিবেশী মো. মামুন সাংবাদিকদের বলেন, দগ্ধ আসমার বাবা আব্দুর রশিদ এ বাড়ির কেয়ারটেকার ছিলেন। কিছুদিন আগে রশিদ মারা যান। তার তিন মেয়ে, জামাই ও নাতি নাতনি পাশাপাশি তিনটি কক্ষে ভাড়া থাকতেন। রাতে বিকট শব্দের বিস্ফোরণের শব্দ শুনি। বাসা থেকে বেরিয়ে আগুন দেখতে পাই। পরে স্থানীয়রা ও আহতদের স্বজনরা মিলে দগ্ধদের হাসপাতালে পাঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here