চট্টগ্রামের পটিয়ায় প্রধান শিক্ষককের উপর সন্ত্রাসী হামলায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন

0
চট্টগ্রামের পটিয়ায় প্রধান শিক্ষককের উপর সন্ত্রাসী হামলায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রেসনিউজ২৪ডটকমঃ চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে’র ওপর সন্ত্রাসীদের হামলায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন।বৃহস্পতিবার সকালে পটিয়া পৌর এলাকার বিওসি রোডে বিদ্যালয়ে যাওয়ার পথে ওঁত পেতে থাকা মুখোশপরা ৬–৭ জন সন্ত্রাসী অটোরিকশার পথরোধ করে তাঁকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে।

এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে।

বিদ্যালয়ে সভাপতি নিয়োগকে কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে যাচ্ছে বলে জানান প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে। এদিকে এঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বলে জানান পটিয়া থানার ওসি নুরুজ্জামান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here