বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধ,রোপা আমন ধান বিনষ্ট ও মারধোরের অভিযোগ

0
বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধ,রোপা আমন ধান বিনষ্ট ও মারধোরের অভিযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ বকশীগঞ্জ প্রতিনিধি ॥ বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দরিদ্র কৃষানীর ৬ শতক জমির রোপা আমন ধান টেনে তুলে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রভাবশালী জেনারেল মিয়া নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। বাধাঁ দিতে গিয়ে মারধোরের শিকার হয়েছেন নারী পুরুষসহ অন্তত ৩ জন। মঙ্গলবার বিকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোর পূর্ব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন মারধরের শিকার নাছিমা বেগম। নাছিমা বেগম একই এলাকার সুলতান মিয়ার স্ত্রী। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি নিয়ে একই এলাকার প্রভাবশালী জেনারেল মিয়ার সাথে নাছিমা বেগমের বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন সময়ে জেনারেল মিয়া ও তার লোকজন নাছিমা বেগমের ক্ষতি করার পায়তারা করতে থাকে। এই নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়।

কিন্তু গ্রাম্য শালিস বৈঠক মানেনি জেনারেল মিয়া। মঙ্গলবার বাট্টাজোড় পূবপাড়া এলাকায় নাছিমা বেগমের জমির রোপা আমন ধান জেনারেল মিয়া,তার ছেলে জেবু মিয়া ও জুয়েল মিয়া জোর পূর্বক টেনে তুলে ফেলে। খবর পেয়ে বাধাঁ দিতে গেলে নাছিমা বেগম,তার স্বামী সুলতান মিয়া ও মেয়ে সুমাইয়া বেগমকে মারধোর করেন তারা। এই ঘটনায় ন্যায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নাছিমা বেগম।

নাছিমা বেগম বলেন,আমার কোন ছেলে সন্তান নেই। তাই তারা জোর পূর্বক আমার জমির ধান তুলে ফেলেছে। বাধাঁ দিতে গেলে আমাদেরকে মারধোর করা হয়। থানায় অভিযোগ দেওয়ার কারনে জেনারেল মিয়া নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছেন। জেনারেল ও তার লোকজনের ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছি না।

নিরাপত্তাহীনতায় ভুগছি। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,অভিযোগ পেয়েছি। এসআই রাসেল কে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here