মতলব উত্তরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন

0
মতলব উত্তরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ স্লোগানকে ধারণ করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণসহ সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং সঞ্চালনা করেন অফিস সহকারী আরিফ হোসেন। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মাহবুব আলম লাভলু, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হাকিম, জেলে প্রতিনিধি ফুলচান বর্মন এবং মৎস্য চাষি তারেক ইমাম চৌধুরী। আলোচনা সভায় সফল মৎস্য চাষি ও খামারিদের সম্মাননা প্রদান করা হয়।

এ বছর সফল মৎস্য খামারি হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তারিক ইমাম চৌধুরী। এছাড়াও সফল মৎস্য চাষি হিসেবে পুরস্কৃত হন মিজানুর রহমান ও লাল মিয়া। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, নিষিদ্ধ সময়ে কেউ যাতে নদীতে মাছ শিকার করতে না যায় সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সরকার দেশি মাছ রক্ষায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মৎস্য সম্পদ রক্ষা করলে জেলেদের জীবনমান যেমন উন্নত হবে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, মৎস্যজীবী, চাষি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here