ভোলার শশীভুষণে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

0
ভোলার শশীভুষণে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলার শশীভুষণে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত কামরুজ্জামান শাহীন, ভোলা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এই বিশেষ দিনটি উপলক্ষে শশীভূষণ থানা ও রসুলপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ১৫ আগষ্ট শুক্রবার বাদ জুমার নামাজের পরে শশীভুষন বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এক বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছালাউদ্দিন মিয়া, সহ সভাপতি শামসুল আলম খলিফা, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন রিপন. সহ সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আলমগীর হোসেন, শশীভুষন থানা যুবদল নেতা ও শশীভূষণ প্রেসক্লাব সভাপতি, শশীভূষণ  মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  মো. কামরুজ্জামান শাহিন। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন শশীভূষণ থানা ও রসুলপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও  আরাফাত রহমান কোকোর রুহের  মাগফেরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, চরফ্যাশন মনপুরার মা, মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সুস্বাস্থ্যে কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। 

উপস্থিত নেতৃবৃন্দ খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তাঁর নেতৃত্বে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন, শশীভূষণ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা নূরে আলম নূরানী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here