ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কল, আ.লীগ সন্দেহে পিটুনি

0
ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কল, আ.লীগ সন্দেহে পিটুনি

প্রেসনিউজ২৪ডটকমঃ ১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৩ ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরে এসে এক ব্যক্তি ভিডিও কলে অন্য কাউকে পরিস্থিতি দেখাচ্ছিলেন।

এসময় ভিডিও কলের বিপরীত পাশে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দেন। এ ছাড়া আরও দুজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে পিটুনি দেওয়া হয়। পরে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের ভ্যানে নিয়ে স্থান ত্যাগ করে। ৩২ নম্বরে উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন জানান, শেখ হাসিনার ছেলে জয় বুধবার আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন।

তাই আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য তারা এখানে অবস্থান নিয়েছি। যাদেরকে পিটুনি দেওয়া হয়েছে তারা আওয়ামী লীগের দোসর। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত জনতা ‘আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান’ এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এখানে তিনজনকে আটক করা হয়েছে। আমরা তাদের ফোন চেক করবো। জিজ্ঞাসাবাদ করবো। যদি তারা নির্দোষ হয় ছেড়ে দেবো, দোষী হলে ব্যবস্থা নেবো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here