নির্বাচনে থাকছে না ইভিএম, ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে : ইসি সানাউল্লাহ

0
নির্বাচনে থাকছে না ইভিএম, ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে : ইসি সানাউল্লাহ

প্রেসনিউজ২৪ডটকমঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম। তবে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সোমবার (১১ আগস্ট) ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংশোধন অধ্যাদেশ ২০২৫’ চূড়ান্ত করার বিষয়ে ইসির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ এর খসড়া চূড়ান্ত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে।তিনি বলেন, ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। সেখানে ‘না’ ভোট হবে। দুইজন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয় পুনরায় নির্বাচন হবে।

তিনি বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি, দুটি অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে। এ ছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা থাকতে পারবেন বলে জানান এই নির্বাচন কমিশনার।গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী চূড়ান্ত করছে ইসি। এতে বলা হয়েছে, অনিয়ম হলে বাতিল করা যাবে পুরো আসনের ভোট। হলফনামায় মিথ্যার আশ্রয় নিলে বিজয়ী হলেও প্রার্থিতা বাতিল হবে।

এছাড়া প্রার্থীদের ব্যয়ের বিষয়ে সুনির্দিষ্ট অডিট হবে। রাজনৈতিক দলকে অনুদান ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে। এআই ব্যবহার করে মিথ্যাচার ঠেকানের বিষয়টি যোগ করা হয়েছে।নির্বাচণের আচরণ বিধিতে নারী সম্মান সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলের প্রার্থীরা নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে।

নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দল বিবেচিত হয়েছে। এসব দলের মাঠ পর্যায়ে যাচাই-বাছাই চলবে বলে জানান সানাউল্লাহ। এসময় ৮৩টি সংসদীয় আসনে সীমানা নির্ধারণে নির্বাচন কমিশন আপত্তি পেয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here