সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২ নেতা বহিষ্কার

0
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২ নেতা বহিষ্কার

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দণ্ডপ্রাপ্ত দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দল। রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এসএম আসলাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে গ্রেপ্তার হন বিএনপির এ দুই নেতা। সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগের ‘সুনির্দিষ্ট প্রমাণ’ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। গত বৃহস্পতিবার বিকেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাদের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয়।

পরে জেলা ম্যাজিস্ট্রেট ৩০ দিনের আটকাদেশ দিলে ওইদিনই তাদের কারাগারে পাঠানো হয়। এসএম আসলাম জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখারও আহ্বায়ক ছিলেন। অন্যদিকে জাতীয়তাবাদী তরুণ দলের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ছিলেন টিএইচ তোফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here