প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ির সীমান্ত হতে ভারতীয় নাগরিক আটক পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট হস্তান্তর করেন প্রসংগে। গত ০৯ আগস্ট ২০২৫ই আনুমানিক ৭:৩০ রাণীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৯৭/এমপি হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বগড়া গ্রামের মধ্য হতে বিজিবি কর্তৃক একজন ভারতীয় নাগরিককে আটক করে।
আটককৃত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানাধীন বংশীপুর গ্রামের বাসিন্দা হেমন্ত মুরমু (২৯), পিতা- সোনা মুরমু, মাতা- মাইদি মার্ডী। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ০৯ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ৭:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ২৯৭/এমপি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বগড়া গ্রামে বিজিবি টহলদলের নিকট আটক হয়।
উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে অদ্য ১০ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ৩:১০ ঘটিকায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ পূর্বক বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উক্ত ভারতীয় নাগরিককে ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের গুনসী ক্যাম্পের বিএসএফ প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে দেশের জনগণকে রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ।
দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, সীমান্তবর্তী জনসাধারণের জানমাল রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা বদ্ধপরিকর ও প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি দিনাজপুর লেঃ কর্নেল এ,এম,জাবের বিন জব্বার, পিএসসি, অধিনায়ক বলেন দেশের সীমান্তে যেকোনো ধরনের হুমকি প্রতিরোধে বিজিবি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।





