গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায়, কেটু মিজানসহ গ্রেফতার- ৫

0
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা, কেটু মিজানসহ গ্রেফতার ৫

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে পৃথক অভিযানে গাজীপুর নগরীর সদর থানার সালনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উত্তরের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রবিউল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেফতার করা হয়। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অপর আরেকজনকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, ঘটনার শুরুতে ভিডিওতে যে নারীকে দেখা গেছে, যে নারীকে কেন্দ্র করে হামলার ঘটনা, সেই নারী। তার নাম গোলাপি।

এছাড়া ফুটেজে চাপাতি হাতে (দাড়িওয়ালা ও মাথায় ক্যাপ পরা) কোপানোর জন্য যাকে দৌড়াতে দেখা যায় সেই ব্যক্তি ফয়সাল ওরফে কেটু মিজান। অপরজন ফুটেজে যাকে সাদা শার্ট ও জিন্সের প্যান্ট পরা চাপাতি হাতে দাঁড়ানো দেখা যায়, সেই যুবক স্বাধীন। তাদের মধ্যে ফয়সাল ওরফে কেটু মিজান ও গোলাপী স্বামী-স্ত্রী। এছাড়াও আল আমিন ও সুমন নামে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদেরকে শুক্রবার রাতে র‍্যাব-১ ও পুলিশের পৃথক যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে জিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, ‘সাংবাদিক তুহিন হত্যার পর থেকেই পুলিশের একাধিক টিম বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছিল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর আসামিদের শনাক্ত করা এবং তাদের অবস্থান জানার জন্য চেষ্টা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন,তদন্তের স্বার্থে আরো অনেক কিছু এখন বলা যাচ্ছে না। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করা যায় যারা জড়িত সবাইকে দ্রুতই গ্রেফতার করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here