ফুলবাড়ীতে অসহায় চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান 

0
ফুলবাড়ীতে অসহায় চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান 

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন এর মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার অসহায়দের চক্ষু রোগীদের জন্য ফ্রি সানি অপারেশন এর আয়োজন করা হয়। মুত্তাকি কল্যাণ সংস্থার এর সার্বিক তত্ত্বাবধানে গাক চক্ষু হাসপাতাল এর ব্যবস্থাপনায়  বিনামূল্যে প্রায় দুই শতাধিক রোগীর চক্ষু সেবা প্রদান করা হয়।

ক্যাম্পেইন শেষে সানি অপারেশনের রোগীদেরকে অপারেশনের জন্য দিনাজপুরে অবস্থিত গাক চক্ষু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। উক্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে শতাধিক ব্যক্তিকে কাজিহাল ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মিয়ার পক্ষ থেকে সম্পূর্ণভাবে ফ্রিতে চশমা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মুরারিপুর বাগে মাহমুদ মাদ্রাসার সভাপতি জনাব প্রফেসর মাহবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাঞ্চন মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ, এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি কবিরসরকার,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক কোয়াসিম সিদ্দিকী জনি।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এস এম নাজিব ও সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here