তালতলীতে মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যর বীজতলা

0
তালতলীতে মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যর বীজতলা

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা সি.এন.এ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও পি টি প্যারেট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা সি.এন.এ দাখিল মাদ্রাসার সামনে উড়ছে জাতীয় পতাকা। শ্রেণিকক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। কিন্তু মাদ্রাসার মাঠ ঘিরে খুটি পুতে জাল দিয়ে ঘেরাও করে সেখানে করা হয়েছে ধানের বীজতলা। এরপর থেকে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চার জন্য পিটি প্যারেট। সমস্যা হচ্ছে যাতায়াতেও।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা দ্রুত সময়ের মধ্যে মাঠ থেকে ধানগাছ বীজতলা অপসারণের দাবী জানিয়েছেন। অভিযুক্ত ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ‘ওই বীজতলা আমাদের এলাকার চাষি আল-আমিন করেছে। ওই চাষি বিপদগ্রস্থ তাই আমি অনুমতি দিয়েছি।, এবিষয়ে হরিণ খোলা সি.এন.এ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ মুজ্জাম্মেল হুসাইন বলেন, ‘মাদ্রাসা মাঠে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বীজতলা করেছেন। এ ব্যাপারে আমার সাথে কোন আলোচনা করেনি বা অনুমতি নেয়নি।

,তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here